ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আজ পবিত্র জুমাতুল বিদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
আজ পবিত্র জুমাতুল বিদা

ঢাকা: যথাযথ ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার সারা দেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে। রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয় জুমাতুল বিদা।



আজ জুমার নামাজ আদায়ের পর ধর্মপ্রাণ ও রোজদার মুসলমানেরা নিজের জন্য এবং মুসলিম উম্মাহর শান্তি ও সম্প্রীতি কামনা করে মোনাজাত করবেন।

রমজানের শেষ জুমার নামাজ বিশেষ গুরুত্ব বহন করে। ফলে এ দিনের জুমার নামাজটি বৃহৎ জমায়েতে আদায় করতে চান মুসল্লিরা। শুক্রবার সকাল থেকেই বায়তুল মোকাররম জাতীয় জামে মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করতে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

হযরত আদম (আঃ) জন্ম ও ইন্তোকাল করেন এই জুমাতুল বিদায়ের দিনে। পৃথিবী ধ্বংসও হবে এ দিনে। তাই সব জুমার নামাজের মতো জুমাতুল বিদা পালন হলেও গুরুত্ব ও তাৎপর্যের দিক থেকে এ দিনের রয়েছে আলাদা মাত্রা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।