ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের চালে, প্রাণ গেলো ৩ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের চালে, প্রাণ গেলো ৩ জনের

নারায়ণগঞ্জ: ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি টিনের ঘরের উপর পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

নিহত তিনজন হলো, খাইরুল ইসলামের ছেলে শিশু রিয়াদ (৮) তার স্ত্রী জান্নাত (২৫) ও তার শাশুড়ি মনোয়ারা বেগম (৫০)।   

বুধবার (২৭ মে) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসূলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বাংলানিউজকে বলেন, সকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি টিনের ঘরের উপর পড়ে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে ৩ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ২৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।