ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক আইসিইউতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক আইসিইউতে সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক আইসিইউতে

সিলেট: সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি হওয়ায় নগরের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল আইসোলেশনে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ১১টার দিকে শ্বাসকষ্ট শুরু হয় ওই চিকিৎসকের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে তাকে হাসপাতাল আইসোলেশনে নেওয়া হয়।

 

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাত সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, ওই চিকিৎসককে প্রথমে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যায় সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ওই চিকিৎসক। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন থেকে ওই চিকিৎসকের বাসা লকডাউন করা হয়। পরদিন পুরো এলাকা লকডাউন করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০১০১ ঘন্টা, এপ্রিল ০৭, ২০২০
এনইউ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।