ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে আইসোলেশনে থাকা ব্যক্তি করোনা আক্রান্ত নন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
গোপালগঞ্জে আইসোলেশনে থাকা ব্যক্তি করোনা আক্রান্ত নন 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে আইসোলেশনে থাকা ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া গোপালগঞ্জ থেকে নমুনা পাঠানো অপর ২২ জনের নমুনা পরীক্ষায়ও কারোনা ভাইরাস শনাক্ত হয়নি।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জে আইসোলেশনে থাকা একজনসহ বিভিন্ন স্থান থেকে ২৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়।

আজ আইইডিসিআর থেকে ওই ২৩ জনের রিপোর্ট আমাদের হাতে আসে। এদের মধ্যে কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, আইসোলেশনে থাকা যুবকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাকি ২২ জনেরও খোঁজ খবর রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।