ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে গেলেন রূপপুর প্রকল্পের ১৭৮ রুশ কর্মকর্তা-কর্মচারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
দেশে গেলেন রূপপুর প্রকল্পের ১৭৮ রুশ কর্মকর্তা-কর্মচারী

ঢাকা: বিশেষভাবে ভাড়া করা প্লেনে (চার্টার্ড ফ্লাইট) দেশে ফিরেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত রাশিয়ার ১৭৮ কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন- রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাশিয়ার সার্বিক সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটম।

এসব কর্মকর্তা-কর্মচারীর অধিকাংশই স্বাভাবিক রিপ্লেসমেন্ট প্রক্রিয়ায় রাশিয়ায় ফেরত গেছেন। আর বাকিরা করোনা পরিস্থিতির কারণে রাশিয়ায় নিজেদের পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০৬ এপ্রিল) একটি চার্টার্ড ফ্লাইটে রোসাটম এদের রাশিয়ায় ফেরত নিয়েছে। তবে এর ফলে রূপপুর প্রকল্পের নির্মাণ কাজ ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই। বর্তমানেও রূপপুর প্রকল্পে দুই হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। যাদের অধিকাংশই রুশ নাগরিক।

যারা ফিরে গেছেন, এদের সবাই সুস্থ আছেন। যদিও রূপপুর প্রকল্প সাইটে কোনো করোনা সংক্রমণের ঘটনা ঘটেনি এখনও, এরপরও রুশ সরকারের বিধান অনুযায়ী, তাদের নিঝনি নভগোরাদ শহরে বিশেষ ব্যবস্থায় ১৪ দিন আইসোলেশনে কাটাতে হবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।