ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সৈয়দপুরে ২ নৈশকোচ জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সৈয়দপুরে ২ নৈশকোচ জব্দ 

নীলফামারী: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবহনের দায়ে নীলফামারী সৈয়দপুরে ঢাকামুখী দু’টি নৈশকোচ জব্দ করেছে পুলিশ। 

শনিবার (৫ এপ্রিল) দিনগত রাতে উপজেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোচ দু’টি জব্দ করা হয়। কোচের বেশির ভাগ যাত্রী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন পোশাক শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, সেলফি পরিবহন ও সরকার এন্টারপ্রাইজ নামে নৈশকোচ দু’টিতে ঢাকামুখী যাত্রী তোলার সংবাদ পেয়ে কোচ দু’টি জব্দ করা হয়। এসময় যাত্রীদের নামিয়ে দেওয়া হলে কোচ তাদের সঙ্গে কৌশলে নেমে কোচ দু’টির চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কোচ দু’টি জব্দ করা হয়েছে। আর সামাজিক দূরত্ব মেনে নিজ বাড়িতে চলে যাওয়ার শর্তে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad