ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলনগরে ৬ জেলের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
কমলনগরে ৬ জেলের জরিমানা

লক্ষ্মীপুর: নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে একটি মাছ ধরার নৌকা।

শনিবার (৪ এপ্রিল) রাতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- ইউছুফ (৪০), জাহাঙ্গীর (৩৫), রুবেল (১৯), মোক্তার (২২), জাকের হোসেন (২৪) ও আনোয়ার হোসেন (২৫)।

তারা উপজেলা ফলকন, কালকিনি ও চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে ওই পাঁচ জেলেকে আটকসহ জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মাছ ধরার নৌকা। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এসআর /এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।