ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল হক ওরফে কেরু নামে এক ডাকাত নিহত হয়েছেন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বেগারিতলায় এ ঘটনা ঘটে। নুরুল মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামের বাসিন্দা।

 

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিংড়া এলাকায় অটোরিকশা ছিনতাইকালে নুরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। নুরুল একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া তিনি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল তার অস্ত্রের তথ্য দেন। পরে তাকে নিয়ে মণিরামপুর উপজেলার বেগারিতলায় অস্ত্র উদ্ধারে যায় কেশবপুর ও মণিরামপুর থানা পুলিশের একটি দল। উপজেলার বেগারিতলার সর্দারবাড়ি নার্সারির সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে নুরুলের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে নুরুলকে মৃত অবস্থায় পাওয়া যায়।  

পরে তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও  জানান ওসি জসিম।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।