ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের দূত ইয়াং হি লি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের দূত ইয়াং হি লি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।

সোমবার (২০ জানুয়ারি) সকালে তিনি ক্যাম্প পরিদর্শনে আসেন।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পৌঁছান জাতিসংঘের এই দূত।

বুধবার (২২ জানুয়ারি) পর্যন্ত তার রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে।

রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। একইসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা।

জানা যায়, সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন  ইয়াং হি লি।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।