ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভেড়ামারায় বিষ দিয়ে পেঁয়াজ ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
ভেড়ামারায় বিষ দিয়ে পেঁয়াজ ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় সেলিম হোসেন নামে এক চাষির বর্গা নেওয়া ১৫ কাঠা জমিতে রোপন করা পেঁয়াজে বিষ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রণপিয়া মাঠে এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যায় ভেড়ামারা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক।

বর্গাচাষি সেলিম রণপিয়া এলাকার আব্দুল হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অন্যান্য কৃষকরা মাঠে গিয়ে দেখে সেলিমের পেঁয়াজ গাছগুলো নেতিয়ে পড়ে মৃতপ্রায়। দুর্বৃত্তরা তার ক্ষেতে বিষ প্রয়োগ করে পেঁয়াজ গাছ নষ্ট করে দিয়েছে।

ভুক্তভোগী চাষি সেলিম বাংলানিউজকে বলেন, কেউ শত্রুতা করে আমার পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করেছে।  

ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, অতিরিক্ত মাত্রায় আগাছানাশক দেওয়ার কারণে পেঁয়াজ গাছ নেতিয়ে পড়ে।  

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুভ্র প্রকাশ বাংলানিউজকে বলেন, শত্রুতা করে পেঁয়াজ ক্ষেত নষ্ট করে দেওয়া হয়েছে, এমন অভিযোগ নিয়ে এক কৃষক এসেছিলেন। তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।