ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অপশক্তির বিষদাঁত ভেঙে ফেলতে হবে: সাহারা

জি এম শাহীন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
অপশক্তির বিষদাঁত ভেঙে ফেলতে হবে: সাহারা

চাঁদপুর: যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিভিন্ন মহলে তৎপরতা চলছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এসব অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে।

রোববার সকাল ১১টার দিকে নবনির্মিত চাঁদপুর জেলা কারাগারের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।



সাহারা খাতুন বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে নানামুখী ষড়ষন্ত্র শুরু হয়েছে। বিচারক-তদন্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ে হুমকি দেওয়া হচ্ছে। যে কারণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ’  

ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে তৎপর হয়ে ওঠা অপশক্তির বিষদাঁত ভেঙে ফেলা হবে। দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার কাজকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য সরকারের পাশাপাশি স্বাধীনতার পক্ষের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’

ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহাজোট সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সরকারের সব পর্যায়ের অফিস আদালত আধুনিক প্রযুক্তিতে গড়ে তুলতে হবে। ’

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আশ্রাফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগ সভাপতি  ড. শামসুল হক ভুইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী প্রমুখ।

সাড়ে ৯ একর সম্পত্তির উপর প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে এই কারাগারটির নির্মাণকাজ শুরু হয় ১৯৯৭ সালে।

কারাগারের উদ্বোধন শেষে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যলয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিকত নিয়ে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।