ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে গৃহবধূ খুন

কাজল চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় রোববার গৃহবধূ সাবিনা খাতুন (৩৫) খুন হয়েছেন। স্বামী তরিকুল ইসলাম পালিয়ে গেলেও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে।



শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, উপজেলার চরমৌকুড়ী গ্রামের সেলিম জোয়ার্দ্দারের কন্যা সাবিনার সঙ্গে ১২ বছর আগে দোহারো গ্রামের তরিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা ছিলনা। পরে খোরপোষের দাবিতে আদালতে মামলা করেন সাবিনা।

এক পর্যায়ে দু’পরে মধ্যে বিষয়টি মিমাংসা হলে দুই মাস আগে সাবিনা স্বামীর বাড়িতে ওঠে। স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে সতীনের সংসারে সুখ ছিলনা তার।

রোববার ভোরে পুকুর থেকে সাবিনার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া আছে।

মাথায় আঘাতের আঘাতের কারণে সাবিনার মৃত্যু হয় বলে পুলিশ ধারণা করছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সতিন মনোয়ারা খাতুনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সাবিনার বাবা সেলিম জোয়ারদার বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।