ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাজিতপুরে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ৩

মুনিরুজ্জামান খান চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
বাজিতপুরে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ৩

কিশোরগঞ্জ: জেলার বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে শনিবার রাতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

নিহতের নাম শরীফুল ইসলাম শিপুল (৩৮)।



আহতরা হলেন আইনউদ্দিন (৩০), জীবন মিয়া (৩৬) ও সোহেল মিয়া (২৫)। তাদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা যায়, আনন্দ স্কুলের এক শিক্ষিকার বকেয়া বেতন আদায় করা নিয়ে তার স্বামী হোসেন মাহবুব কামাল ১৬ আগস্ট কৈলাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক সুশীল সূত্রধরকে লাঞ্ছিত করেন। এ ঘটনার জের ধরে নিহতের পরে লোকজন প্রতিপরে ঘর-বাড়ি ভাঙচুর করে। দুপরে সংঘর্ষে শরীফুল ইসলাম শিপুল গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় ১৪ জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad