ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর বিদ্রোহ: ২৪ রাইফেল ব্যাটালিয়নের সাক্ষ্য ও জেরা চলছে

স্টাফ করেসপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
বিডিআর বিদ্রোহ: ২৪ রাইফেল ব্যাটালিয়নের সাক্ষ্য ও জেরা চলছে

ঢাকা: বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্তদের সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়েছে।

রোববার দ্বিতীয় দিনের মতো ৬৬৭ জওয়ানের বিচারের শুননি শুরু হয়।



এর আগে শুনানির প্রথম দিন শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে বিচারের মূল কার্যক্রম শুরু হয়।

মামলার বাদী সুবেদার মো. মতিউর রহমান স্থিরচিত্র, ভিডিওচিত্র, জব্দতালিকা, মোবাইল কললিস্ট, ছুটির সনদসহ দালিলিক সাক্ষ্যপ্রমাণ আদালতে পেশ করেন।

বিডিআর বিদ্রোহের এ বিচার প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের নবনিযুক্ত-মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। তার সহযোগিতায় রয়েছেন  লে. কর্নেল এ কে এম গোলাম রব্বানী, মেজর সাইদ হাসান তাপস এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সোহরাওয়ার্দী।

বাংলাদেশ সময় : ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।