ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৩৯তম শাহাদৎ বার্ষিকী

জামাল হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

বেনাপোল: আজ ৫ সেপ্টেম্বর, রোববার। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের ৩৯তম শাহাদৎ বার্ষিকী।



১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নূর মোহাম্মাদ যশোরে ৮নং সেক্টরে একটি কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সীমান্তবর্তী গোয়ালহাটি এলাকায় তিনি পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই করে মৃত্যুবরণ করেন। তার অনন্য ভূমিকায় সহযোদ্ধাদের প্রাণ রা পায়।

নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্র“য়ারি নড়াইলের মহেশখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম জেনাতুননেছা। বাবা আমানত শেখ। নূর মোহাম্মদ ছিলেন বাবা-মার একমাত্র সন্তান। কিন্তু দরিদ্র্যতার কারণে শিােেত্র তার অগ্রগতি হয়নি। ছোট বেলায় তিনি তার বাবা-মাকে হারান। ১৯৬৯ সালে নুর মোহাম্মাদ ভর্তি হন ইপিআর বাহিনীতে (বর্তমানে বাংলাদেশ রাইফেলস)। তখন তার বয়স ২৩।

তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয় যশোরের শার্শা উপজেলার উত্তর সীমান্তবর্তী কাশিপুর গ্রামে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।