ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে ২০০ ভারতীয় কারাবন্দী

রক্তিম দাশ কলকাতা করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

কলকাতা: বাংলাদেশের কারাগারে ২০০ ভারতীয় নাগরিক বন্দী আটক রয়েছে বলে জানা গেছে। ভারতের অল ইন্ডিয়া লিগ্যাল অ্যাড ফোরাম নামের একটি সংগঠনের প থেকে শনিবার এ তথ্য জানানো হয়েছে।



এছাড়া, পাকিস্তানের কারাগারে আরও ২২৪ আটক রয়েছে বলেও জানায় সংগঠনটি।

অল ইন্ডিয়া লিগ্যাল অ্যাড ফোরামের সম্পাদক জয়দীপ মুখার্জি শনিবার কলকাতায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘এই সব জেলবন্দী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কোনো চেষ্টায় ভারত সরকার করেনি। এদের মধ্যে অধিকাংশই ভারতীয় গরীব মৎস্যজীবী। বন্দীদের সবাই ঘটনাচক্রে পাকিস্তান ও বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল। ’

তিনি আরো বলেন, ‘আমরা নিয়মিত এইসব বন্দীদের পরিবারগুলোর কাছ থেকে চিঠি পাচ্ছি। পরিবারের তরফ থেকে বন্দীদের মুক্ত করার বিষয়ে আইনী সাহায্যের আবেদন জানানো হয়েছে।

সরকারি তথ্য মতে, বাংলাদেশে আটক ভারতীয়রা পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, ভারত সরকার সম্প্রতি বাংলাদেশে সরকারের সঙ্গে আটক মৎস্যজীবিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু করেছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।