ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় যুবলীগ কর্মী খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

পাবনা : পাবনার সুজানগর উপজেলায় প্রতিপ সন্ত্রাসীদের হামলায় যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিক খুনের ঘটনায় সান্টু খাঁ (২৫) নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সান্টু চর সুজানগর গ্রামের আকবর আলী খাঁ’র ছেলে।



পুলিশ শনিবার বিকেল ৪টার দিকে সান্টুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে যুবলীগ কর্মী খুনের মামলায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করলো।

এর আগে শনিবার সকালে এই মামলায় জড়িত থাকার অভিযোগে সুজানগর থানা পুলিশ ওসমান গণি (৪০) ও সন্তেষ আলী (৫০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, শুক্রবার রাতে সুজানগর উপজেলা আওয়ামীলীগের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপরে হামলায় যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিক (৩০) খুন হন। নিহত আবু বকর সুজানগর উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের লায়েন আলী খাঁ’র ছেলে।


বাংলাদেশ সময়: ২০৫০ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।