ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে বৈধ কাগজপত্রহীন মোটরসাইকেল বিরোধী অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

চট্টগ্রাম: ছিনতাই প্রতিরোধে চট্টগ্রাম মহানগরীতে শনিবার থেকে বৈধ কাগজপত্রহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ।

প্রথম দিনেই নিবন্ধনহীন ১০টি মোটরসাইকেল আটক ও ৫২টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ঈদের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ঈদ বাজারে আসা ক্রেতাদের নিরাপত্তায় বিশেষ এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার। বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে তিনি বলেন, ‘মোটরসাইকেলযোগে কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হচ্ছে। ’

তবে কেউ যাতে এ অভিযানে হয়রানির শিকার না হন সেদিকেও ল্য রাখা হচ্ছে বলে জানান তিনি।  

শনিবার সকাল নয়টা থেকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে তিন প্লাটুন পুলিশ মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখেন।
 
এদিকে আগামী ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের কথা রয়েছে। নিবন্ধনহীন মোটরসাইকেলবিরোধী অভিযানের ক্ষেত্রে এ বিষয়টিও প্রধান্য পাচ্ছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া কয়েকজন পুলিশ সদস্য।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।