ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরুর দাবিতে নতুন কর্মসূচি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরুর দাবিতে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তাদের দাবি মেনে না নেয়া হলে আগামী ১৮ সেপ্টেম্বর বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

তারপরও ভর্তির প্রক্রিয়া শুরু না হলে পরবর্তীতে লাগাতার আন্দোলনের ডাক দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়।

এদিকে, শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটি কর্তৃক ঘোষিত গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের কর্মসূচি হিসেবে শনিবার বরিশাল অচল কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরুর দাবিতে ১৮ সেপ্টেম্বরের কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচির ডাক দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বরিশাল মহানগরীর ৩৩টি স্থানে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ সম্মিলিতভাবে  বরিশাল অচল কর্মসূচি পালন করেন।

কর্মসূচি পালনকালে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. হানিফ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত মহানগরীর সকল অফিস, আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মিল-কারখানা, যানবাহন বন্ধ রেখে বরিশাল অচল কর্মসূচি পালন করেছে নগরবাসী।  


যে সকল স্থানে অচল কর্মসূচি পালিত হয়, সেগুলো হচ্ছে, সদর রোড, চানমারী মোড়, নথুল্লাবাদ, অক্সফোর্ড মিশন রোড, নিউ সার্কুলার রোড, রূপাতলী বাস টার্মিনাল, নতুন বাজার, বিএম কলেজ, হাসপাতাল রোড, ঝাউতলা,  জেলখানার মোড়, কালীবাড়ি রোড, লাইন রোড, সদর গার্লস স্কুল, চৈতন্য স্কুল, গির্জা মহল্লার মোড়, নাজিরের পুল, লঞ্চঘাট, চকেরপুল, ফলপট্টি মোড়, জিলা স্কুল মোড়, বাংলাবাজার মোড়, নুরিয়া স্কুল এলাকা, আমতলার মোড়, সাগরদী ব্রিজ ও কালীজিরা ব্রিজ।

সদর রোডে কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যাপক মো. হানিফ, জাপার বরিশাল জেলা শাখার সভাপতি মহসিন-উল ইসলাম হাবুল, আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিচুর রহমান, প্রেসকাব সভাপতি এসএম ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, অধ্যাপক বাহাউদ্দীন গোলাপ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট গোলাম মাসউদ বাবলু, গণফোরাম নেতা এডভোকেট হিরন কুমার দাস মিঠু, অধ্যাপিকা শাহ সাজেদা, এডভোকেট লস্কর নুরুল হক, যুবলীগের কেন্দ্রীয় নেতা মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।