ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে জাকাত নিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল গ্রামের আবুধাবি প্রবাসী এক ব্যবসায়ীর বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়ে ভিড়ের চাপে রেজিয়া খাতুন(৫৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রেজিয়া খাতুন একই গ্রামের মৃত ইফসুফ খানের স্ত্রী।

জানা গেছে, উপজেলার পশ্চিম কধুরখীল গ্রামের হংসপুকুর পাড় এলাকায় প্রবাসী ব্যবসায়ী মো.ইফসুফ আলী জাকাত হিসেবে শনিবার নগদ এক কোটি টাকা এবং দু’হাজার করে শাড়ি, লুঙ্গি ও গেঞ্জি বিতরণের ব্যবস্থা করেন। এসব নিতে ভোর থেকে তার বাড়ির সামনে হাজার হাজার নারী-পুরুষ জড়ো হয়। প্রথম ধাপে কয়েক হাজার মানুষকে বিতরণের পর দুপুর ১২টার দিকে দ্বিতীয় ধাপে বিতরণের জন্য ওই ব্যবসায়ীর বাড়ির মূল ফটক খোলা হয়। এসময় একসঙ্গে অনেক লোক ঢুকতে গিয়ে ভিড়ের চাপে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন রেজিয়া খাতুন নামের এ বৃদ্ধা। কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত রেজিয়াকে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই বাড়িতে কর্তব্যরত বোয়ালখালী থানার এস আই মো.নূরুন্নবী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘জাকাত নিতে কমপে ১০ হাজার লোক এসেছিল। দ্বিতীয়বার গেইট খোলার পর ভিড়ের চাপে রেজিয়া খাতুন মারা যান । ’

তবে এরপরে জাকাতের টাকা ও কাপড়-চোপড় বিতরণ শান্তিপূর্ণভাবে চলেছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪০ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।