ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে প্যাথেডিন ও ঘুমের ট্যাবলেটসহ ১ জন গ্রেপ্তার

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

দিনাজপুর: দিনাজপুরের এনায়েতপুর সীমান্ত থেকে ৪ হাজার পিস ভারতীয় প্যাথেডিন ও সাড়ে ৩ হাজার পিস বিভিন্ন ধরণের ঘুমের ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনাজপুর-২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক ইফতেখার আহমেদ কোরেশী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আজ শনিবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্তে তাদের একটি দল বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়।

এসময় আটক এক যুবকের শরীর তল্লাশি করে শরীরের সঙ্গে ৪ হাজার পিস প্যাথেডিন ইনজেকশন এবং সাড়ে ৩ হাজার পিস বিভিন্ন ধরণের ঘুমের ট্যাবলেট পাওয়া যায়।

বিডিআর সদস্যদের জিজ্ঞাসাবাদে আটক এ যুবক জানায়, তার নাম আব্দুর রহিম (৩৫), বাড়ি দিনাজপুর শহরের চাউলিয়াপট্টিতে।

সে সীমান্ত এলাকা থেকে প্যাথেডিন ইনজেকশন ও ঘুমের ট্যাবলেট বগুড়া এবং ঢাকায় পৌঁছে দেয়। বিনিময়ে তাকে ৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়।

এ ঘটনায় বিডিআরের প হতে বিরল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪০ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।