ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ উপলক্ষে বড় অঙ্কের টাকা বহনকারীকে নিরাপত্তা দেবে ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

ঢাকা: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অধিক পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদের স্কর্ট দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শহীদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে কেনাবেচা ও ব্যবসা-বাণিজ্যে লেনদেনের টাকা-পয়সা স্থানান্তর বেড়ে যাবে।

এ জন্য নিরাপত্তার স্বার্থে ওইসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে পুলিশ স্কর্ট দিয়ে সহযোগিতা করবে ডিএমপি।

এ ক্ষেত্রে পুলিশ স্কর্টপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে বলে জানান ডিএমপি কমিশার।

এছাড়া সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়।

যোগাযোগের জন্য টেলিফোন ও মোবাইল ফোন নম্বরগুলো হচ্ছে যথাক্রমে ৯৬৬৫৪০৭, ৮৬১৬৫৫৩, ৮৬১৪৩০০ ও ০১৭১৩৩৯৮৩১১।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।