ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর এলাকা থেকে রিভলভারসহ ১০টি শক্তিশালী বোমা উদ্ধার

কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

কুমিল্লা: কুমিল্লার সদর উপজেলার সীমান্তবর্তী বিবিরবাজার স্থলবন্দরের পাশের এলাকা থেকে শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে একটি বিদেশি রিভলভারসহ ১০টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব সূত্র জানায়, .২২ বোরের রিভলভারটি আরব আমিরাতের (ইউএই) তৈরি।



আর বোমাগুলোর মধ্যে ৬টি বড় এবং ৪টি ছোট। বড় বোমাগুলোর প্রতিটির ওজন ১ কেজির ওপরে।  

র‌্যাব-১১ অধিনায়ক মেজর আব্দুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার স্থলবন্দরের পাশের অরণ্যপুরের একটি ধানতে থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্কুটের কার্টনে প্যাকেট করা ওই রিভলভার ও বোমাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।