ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা মনোজ মাহাতো গ্রেপ্তার

কলকাতা করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদীদের গণসংগঠন জনসাধারণের কমিটির সম্পাদক মনোজ মাহাতোকে শুক্রবার সকালে পুলিশ গ্রেফতার করেছে।

সরকারিভাবে এই ঘটনা স্বীকার না করা হলেও রাজ্য প্রশাসনের একটি সুত্র থেকে জানা গেছে,‘ শুক্রবার সকালে লালগড়ের বীরকাড়  অঞ্চলের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনোজ মাহাতোর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যড়ষন্ত্র, খুন সহ  বেশ কয়েকটি মামলা রয়েছে। ’

উল্লেখ্য, জনসাধারণের কমিটির সাবেক সম্পাদক ছত্রধর মাহাতোর গ্রেপ্তার হওয়ার পর মাওবাদীদের এই সংগঠনের দুজন শীর্ষ নেতা রয়েছেন তাদের মধ্যে মনোজ মাহাতো অন্যতম। আরেক শীর্ষ নেতা অসিত মাহাতোকে এখন খুঁজছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার ভোর ৩টার দিকে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দর বীড়কাড় বাজারের এসে অবস্থান নেয়। সকাল হতেই মনোজ যখন চায়ের দোকানে উপস্থিত হয়, ঠিক তখনই অর্তকিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তাকে কলকাতায় আনাসহ সাবেক জনসাধারণের কমিটির সম্পাদক ছত্রধর মাহাতোর সঙ্গে একত্রে জেরা করা হবে।

ভারতীয় সময়: ১৬২০ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।