ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে বিদেশি মদসহ গ্রেফতার ৫

খান মো. জহুরুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর এলাকা থেকে বিদেশি মদসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন ঢাকার ধনী ব্যবসায়ী।

এ ঘটনায় ডিবি ও পুলিশ পরস্পরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার প্রিন্স প্লাজার ব্যবসায়ী হারুন অর রশিদ তৈমুর (৩২), ফাইজুল ইসলাম (৩৮), রেজাউল ইসলাম (৩২), তৈমুরের সহযোগী ইসতিয়াক আহম্মেদ (২৫) ও গাড়ি চালক আব্দুস ছালাম (৪০)।

রাজবাড়ী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হায়দার জানান, বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর এসএস হ্যাচারির সামনে গাড়িতে তল্লাশী চালিয়ে সিঙ্গাপুরে তৈরি অবৈধ ৫টি বিয়ারের ক্যানসহ তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে রাজবাড়ীর সদর থানা হাজতে আটক তৈমুর জানান, বিয়ারের ক্যান উদ্ধারের পর ঘুষ দিতে না পারায় তাদের গ্রেফতার করা হয়।

ঘুষ চাওয়া প্রসঙ্গে রাজবাড়ী ডিবির এসআই হায়দার বলেন, ‘গোয়ালন্দ ঘাট থানার ওসি আলি নূর মোবাইলে আমাকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে তৈমুরদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু আমি ওসির ওই অনৈতিক প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের গ্রেফতার করি। ’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বৃহস্পতিবার রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি দারোগা হায়দারকে ঘুষের প্রস্তাব দেওয়া সম্পর্কে গোয়ালন্দ ঘাট থানার ওসি আলি নূর বলেন, ‘গ্রেফতারকৃতরা আমার পূর্ব পরিচিত। এ জন্য দারোগা হায়দারের সঙ্গে আমার কথা হয়েছে। ’

তবে ঘুষের প্রস্তাবের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি না হয়ে আলী নূর বলেন, ‘হায়দার কনস্টেবল থেকে দারোগা হয়েছে, ওর পক্ষে অনেক কিছুই বলা সম্ভব। আমি এতে কিছুই মনে করি না। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad