ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় বোমা ও পিস্তলসহ গার্মেন্ট শ্রমিক নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
আশুলিয়ায় বোমা ও পিস্তলসহ গার্মেন্ট শ্রমিক নেতা গ্রেপ্তার

ঢাকা: আশুলিয়া শিল্পাঞ্চলের পলাশবাড়ি এলাকা থেকে পুলিশ হাত বোমা ও পিস্তলসহ আলী রেজা চৌধুরী তুহিন নামে এক গার্মেন্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।



পুলিশ জানায় তুহিন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সংগঠনটি সাভার আশুলিয়া কমিটির সভাপতি।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতেই তুহিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া এলাকায় নাশকতা মূলক হামলার পরিকল্পনা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিলো। ’

আগে থেকেই তুহিনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিলো বলেও জানান তিনি।

সাভার সার্কেলের এএসপি মনোয়ারুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, এরই মধ্যে অস্ত্র ও বোমার উৎস সম্পর্কে জানতে তুহিনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

পুলিশ বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তুহিনের কাছে পাওয়া বোমাগুলো নিষ্ক্রীয় করার প্রক্রিয়া চলছে বলে জানান মনোয়ারুল ইসলাম।

অস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হন নি আলী রেজা তুহিন। তবে তিনি নিজেকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা বলেই দাবি করেন।

বাংলাদেশ সময় ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।