ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়া অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকা পরিদর্শনে মেডিকেল টিম

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়ায় অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকা পরির্দশন করেছেন একটি মেডিকেল টিম। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফ আলীর নেতৃত্বে মেডিকেল টিম শুক্রবার বিকেল সাড়ে তিনটায় দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ধর্মদহ পূর্ব কারিগর পাড়া ও পাশ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া পরিদর্শন করে।



কুষ্টিয়ার সিভিল সার্জন জিপেন্দ্রনাথ রায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অ্যানথ্রাক্স আক্রান্তদের চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও তিনি ওই এলাকার গরু ছাগলের টিকা ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

গত তিন দিনে কুষ্টিয়ায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন ৩৬ গ্রামবাসী।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।