ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বিজিএমইএ ভবন অপসারণের দাবিতে বাপার মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
বিজিএমইএ ভবন অপসারণের দাবিতে বাপার মানববন্ধন

ঢাকা: ঢাকাকে জলজট মুক্ত করতে এবং সৌন্দর্য বাড়াতে অবিলম্বে বিজিএমইএ ভবন অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপা। সংগঠনটির নেতারা বলেছেন, রাজউকের অনুমোদন ছাড়া গড়ে ওঠা এ ভবনটি হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্প বাস্তবায়নের সবচে বড় অন্তরায়।



এ ব্যাপারে বিজিএমইএ সভাপতি সালাম মুর্শেদীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি ভবন সর্ম্পকে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিজিএমইএ ভবনের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, মফিদুল হক খান ও আলমগীর কবির, ডা. নূর উদ্দিন, স্থপতি ইকবাল হাবিব, সিটিজেনস রাইটস মুভমেন্টের তুসার রেহমান প্রমুখ।

মানববন্ধন চলাকালীন সমাবেশে আব্দুল মতিন বলেন, ‘দুই নেত্রীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে এই অবৈধ স্থাপনাটি তৈরি করা হয়। প্রায় দুই বিঘা জমির উপর স্থাপনাটি গড়ে তুললেও তারা নিজেরা এটি ব্যবহার করেন না। দুইটি তলা ছাড়া পুরো ভবন ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছে। ভবনটি অপসারণ করে লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। ’

তুসার রেহমান বলেন, ‘এই ভবনটি থাকলে হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্প বাস্তবায়ন ব্যহত হবে এবং নকশা পরিবর্তন করে প্রকল্প সম্পন্ন করতে বাড়তি ১১০ কোটি টাকা লাগবে। এতে ক্ষতিগ্রস্ত হবে আশপাশের সাধারণ মানুষ। ’

প্রকল্পের স্থপতি ইকবাল হাবিব বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি বলেন, ‘প্রায় ১১ কিমি দীর্ঘ প্রকল্পের সবচে গুরুত্বপূর্ণ জায়গায় এ ভবনটি। প্রকল্পটি সফল করতে হলে গড়ে ওঠা এ ভবনটির অপসারণ জরুরি। ’

তিনি আরো বলেন, এই লেকটি ঢাকার ছয়টি অঞ্চলের জলাধারের কাজ করছে। প্রকল্পটি সফল ভাবে সম্পূর্ণ করতে না পারলে ঢাকার প্রাণ কেন্দ্রের মানুষের জন্যই লেকটি মরন ফাঁদ হয়ে দাড়াবে।

বিজিএমইএ সভাপতি সালাম মুর্শেদী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘আপনারা অন্য যেকোনো বিষয় নিয়ে কথা বলতে চাইলে কথা বলবো, কিন্তু এ ভবন সম্পর্কে নয়। ’

এছাড়া সংগঠনের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন খাল, জলাধার ও পুকুর দখল মুক্ত করে ঢাকার সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।