ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ১জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

ঢাকা: ঈদের কেনাকাটা করতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পরে নূর ইসলাম (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার রাণীপুর গ্রামে।

কোতোয়ালী থানা পুলিশ বাবু বাজার এলাকা থেকে বৃহস্পতিবার অজ্ঞান অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার সকালে নূর ইসলামের মৃত্যু ঘটে বলে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মাসুম আলী নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মাসুম আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, নিহত নূর ইসলাম ঈদের কেনাকাটার জন্য ঢাকায় আসেন। তার কাছ থেকে উদ্ধার করা ব্যাগে বেশকিছু নতুন কাপড় চোপড় পাওয়া যায়। অজ্ঞান পার্টির সদস্যরা নেশা জাতীয় কিছু খাইয়ে তাকে অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাবু বাজার চালের আড়তের পাশে একটি ভ্যানের ওপর থেকে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। বৃহস্পতিবার মিডফোর্ড হাসপাতালে টানা ২৪ ঘণ্টা অজ্ঞান থাকার পর শুক্রবার তার মৃত্যু ঘটে।


বাংলাদেশ সময় : ১৫০৫ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।