ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় গরুর মাংসে অ্যানথ্রাক্সের জীবাণু

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

পাবনা: পাবনার হোটেল থেকে উদ্ধার গরুর মাংস পরীক্ষা করে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে। এতে পাবনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



স্থানীয় প্রশাসন এবং র‌্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে শহরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ১শ’ কেজি মরা গরুর মাংস উদ্ধার করে।

মৃত গরুর মাংস বিক্রি, সংরণ ও হোটেলে রান্নার দায়ে এসময় মিরাজুল ইসলাম (৩২), রফিক হোসেন (৪০) ও মামুন হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মাংস বৃহস্পতিবার ল্যাবরেটরিতে পরীক্ষার পর তাতে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া যায়।

এ ব্যাপারে পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আটককৃত মাংস পরীক্ষার জন্য বৃহস্পতিবার সিরাজগঞ্জে স্থাপিত ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে ল্যাবরেটরির প্রতিবেদন পাবনা এসে পৌঁছায়।

তিনি আরও জানান, ল্যাবরেটরির প্রতিবেদনে ওই মাংসে অ্যানথ্রাক্সের জীবাণু রয়েছে বলে জানানো হয়েছে। এতে পাবানয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।