ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোলাম আজমকে এখনই গ্রেপ্তার সম্ভব নয়: আইন প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
গোলাম আজমকে এখনই গ্রেপ্তার সম্ভব নয়: আইন প্রতিমন্ত্রী

ঢাকা: জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজমকে এখনই গ্রেপ্তারের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

শুক্রবার জাতীয় প্রেসকাবে বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত এক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।



মন্ত্রী বলেন, ‘গোলাম আজমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত চলছে। এখনই তাকে গ্রেপ্তারের সুযোগ নেই। ট্রাইব্যুনাল যথাসময়ে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন। ’

যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ‘প্রথমে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হবে। এসব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষে বিচার শুরু হবে। ’

সরকারের এই মেয়াদেই বিচার চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।