ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ২ হোটেল মালিককে জরিমানা

ফিরোজ আমিন সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

ঠাকুরগাঁও: হোটেলে পচা ও বাসি খাবার পরিবেশন এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত দুই হোটেল মালিককে জরিমানা করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম শফিক ঠাকুরগাঁও রোডে আলীমুদ্দিন হোটেলের মালিককে ১ হাজার ২শ’ টাকা এবং শাপলা হোটেলের মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন।



আলীমুদ্দিন হোটেলে ময়দা, ভাত, মাছ, মাংস ফ্রিজের একই চেম্বারে রাখায় এবং শাপলা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ও ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানার আদেশ দেন। তাৎণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম শফিক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘রমজান মাসজুড়ে এ অভিযান চলবে। ’

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।