ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের পথ বন্ধ করা হবে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০
অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের পথ বন্ধ করা হবে: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসন ব্যবস্থা সুসংহত করতে এমনভাবে সংবিধান সংশোধন করা হবে যাতে কেউ আর অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসতে না পারে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।



প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটবে। জনগণ ভোট যাকে দেবে, তারাই সরকার গঠন করবে। ’

বৈঠক শেষে প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব জানান।

তিনি বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে দেশে গণতন্ত্রকে আরো সুসংহত করার পথ সুগম হয়েছে। ’

এ সময় নোয়াব প্রতিনিধিরা বর্তমান সরকারের নেওয়া সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী পদক্ষেপের প্রশংসা করেন বলেও জানান আজাদ।

শেখ হাসিনা সব অন্যায়ের বিচারের ব্যাপারে তার সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার ও বিচারের রায় কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারও হবে ইনশাআল্লাহ। ’

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় বসে দেশে অসাংবিধানিক শাসন চালু করে। ’

প্রধানমন্ত্রী এ সময় তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং সফলতার কথা তুলে ধরেন।

ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক ও নোয়াব সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে দৈনিক ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু, মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, সমকালের একে আজাদ, সংবাদের আলতামাস কবির মিশু, নিউজ টুডে’র রিয়াজ উদ্দিন আহমেদ, পূর্বকোণের তসলিম উদ্দিনসহ ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি দৈনিকের সম্পাদক-প্রকাশকরা এতে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।