ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় কাভার্ডভ্যান-ট্রলির সংর্ঘষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
পুঠিয়ায় কাভার্ডভ্যান-ট্রলির সংর্ঘষে নিহত ১

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংর্ঘষে সারোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত ওই যুবক ট্রলির চালক ছিলেন। এ ঘটনায় ট্রলির হেলপার আহত হয়েছেন।

তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, দুপুরে ঝলমলিয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও ট্রলির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সারোয়ারের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরহেদ উদ্ধার করে। এ ঘটনায় গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ওই ট্রলির হেলপারকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।