ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনা প্রেসক্লাবের সভাপতি হাবিব, সম্পাদক সাহেব আলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
খুলনা প্রেসক্লাবের সভাপতি হাবিব, সম্পাদক সাহেব আলী খুলনা প্রেসক্লাবের নির্বাচিত সদস্যরা

খুলনা: খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে এটিএন বাংলার খুলনা ব্যুরো চিফ এস এম হাবিব সভাপতি এবং দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার সাহেব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিবেদক রফিউল ইসলাম টুটুল।

নির্বাচনে সহকারী সম্পাদক (ঢাকা) পদে বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রেসক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপ-প্রধান তথ্য অফিসার ম. জাবেদ ইকবাল নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন। সদস্য ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মেহেদি হাসান ও আঞ্চলিক তথ্য অফিস খুলনার তথ্য অফিসার মো. মঈনউদ্দীন।

উপ-প্রধান তথ্য অফিসার ম. জাবেদ ইকবাল  জানান, ৫৯ ভোট পেয়ে এস এম হাবিব সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ঢাকা টাইমসের ব্যুরো চিফ শেখ আবু হাসানের প্রাপ্ত ভোট ৫৩। সহকারী সম্পাদক (ঢাকা) পদে বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না ৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার  প্রতিদ্বন্দ্বী এসএ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান সুনীল কুমার দাস পেয়েছেন ৪২ ভোট। নির্বাহী সদস্য (সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সত্যের সন্ধানের সম্পাদক মো. ফরিদ আহমেদ, দৈনিক প্রবর্তনের সম্পাদক মো. মোস্তফা সরোয়ার ও দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাহিদ হোসেন । নির্বাহী সদস্য (স্থানীয়) পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আমাদের খুলনার চিফ রিপোর্টার হাসান আহমেদ মোল্লা, দৈনিক জন্মভূমির চিফ রিপোর্টার সোহরাব হোসেন, দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার এস এম ফরিদ রানা। নির্বাহী সদস্য (ঢাকা) পদে নির্বাচিত হয়েছেন কণ্ঠ একাত্তরের খুলনা ব্যুরো প্রধান সোহেল মাহমুদ, ইকোনোমিক্স টাইমসের খুলনা ব্যুরো চিফ মো. আনিসুজ্জামান ও মাছরাঙ্গা টেলিভিশনের খুলনা ব্যুরো চিফ মোস্তফা জামাল পপলু।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি (সম্পাদক) মো. তরিকুল ইসলাম (সময়ের খবর), সহ-সভাপতি (ঢাকা) মো. রাশিদুল ইসলাম (মানবজমিন), সহ-সভাপতি (স্থানীয়) অমিয় কান্তি পাল (পূর্বাঞ্চল), সাধারণ সম্পাদক সাহেব আলী (পূর্বাঞ্চল), যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল (পূর্বাঞ্চল), কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল (পূর্বাঞ্চল), সহকারী সম্পাদক (স্থানীয়) এম এ জলিল (খুলনাঞ্চল) ও শেখ মাহমুদ হাসান সোহেল (পূর্বাঞ্চল)।

নির্বাচনে মোট ১২০ জন ভোটারের মধ্যে ১১৬জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।