ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে লাঞ্ছনার প্রতিবাদে চাশ্রমিকদের ধর্মঘট

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, ডিসেম্বর ২৬, ২০১৮
শ্রীমঙ্গলে লাঞ্ছনার প্রতিবাদে চাশ্রমিকদের ধর্মঘট শ্রীমঙ্গলে লাঞ্ছনার প্রতিবাদে চাশ্রমিকদের ধর্মঘট, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: এক শ্রমিককে লাঞ্ছিত করার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের শ্রমিকেরা। 

বুধবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে কাজে যোগ না দিয়ে ধর্মঘট শুরু করেছেন তারা।
 
আন্দোলনরত শ্রমিকেরা জানান, ফিনলে চা কোম্পানির ডিনস্টন চা বাগানের সহকারী ব্যবস্থাপক গোলাম মাওলা চৌধুরী তুষার কর্তৃক এক শ্রমিক লাঞ্ছনার শিকার হয়েছেন।

এরই প্রতিবাদে শ্রমিকরা কাজে না গিয়ে ধর্মঘটে নেমেছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা রাজভজন কৈরী বাংলানিউজকে বলেন, খেজুরিছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এক চা শ্রমিক। এরই প্রতিবাদে ধর্মঘট চলছে।

এ বিষয় জানতে ওই বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এসআরএম কাওসার ফোন করলে তিনি বলেন, আমি ছুটিতে আছি। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।