ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, ডিসেম্বর ২৪, ২০১৮
সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন।

এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৩৩ হাজার ১৭৩ জন। তার মধ্যে পাশ করেছে ২৬ হাজার ৩২৩ জন।

এর মধ্যে ছেলের সংখ্যা ১৪ হাজার ৬৪৯ জন এবং মেয়ের সংখ্যা ১৮ হাজার ৫২৪ জন। জেলায় পাশের হার ৭৯.৩৫ শতাংশ। ১৬৩ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ৪৩ জন এবং মেয়ে ১২০ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, এ বছর জেলায় ফলাফল মোটামুটি ভাল হয়েছে। আগামীতে যাতে আরও ভাল করা যায় সে ব্যাপারে আমরা স্কুলে পড়াশোনার মান বাড়াতে শিক্ষকদের তাগিদ দেব।  

বাংলাদেশ  সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।