ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নোয়াখালীর ৪ হাসপাতালকে জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
নোয়াখালীর ৪ হাসপাতালকে জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার হাসপাতালকে জরিমানা করেছেন। এসময় এক ভুয়া চিকিৎসককে আটক করে কারাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল রোডে এ অভিযান পরিচালনা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুকুনুজ্জামানের নেতৃত্বে সেন্ট্রাল হাসপাতাল, এশিয়া ট্রমা সেন্টার হাসপাতাল, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার ও মাতৃছায়া হাসপাতালে অভিযান চালানো হয়।

অভিযানে কামরুল হাসান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সময় ওই চারটি হাসপাতালকে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবানন্দ সাহা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।