ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে রাতে বন্ধ রয়েছে ফেরি চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে রাতে বন্ধ রয়েছে ফেরি চলাচল

মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে বন্ধ রয়েছে সব ধরনের ফেরি চলাচল। 

এর আগে সকাল ১০টা থেকে পাঁচটি কে-টাইপ ফেরি চলাচল করেছে এ নৌরুটে।  

নাব্য সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে সারারাত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া।

তিনি আরো জানায়, লৌহজং টার্নিং পয়েন্টে পানি কম থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। চ্যানেলের মুখে পানির গভীরতা কম থাকায় উভয় ঘাট থেকেই ছেড়ে আসা ফেরিগুলো ডুবোচরে আটকে যাচ্ছে। বেশ কয়েকটি ড্রেজারে খনন কাজ চললেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়ত পলি জমে ভরাট হচ্ছে চ্যানেলের মুখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।