ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ৬শ’ মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
বরিশালে ৬শ’ মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের সঙ্গে বরিশালেও চলছে নানা ধরনের প্রস্তুতি।

বরিশাল নগর ও জেলার সব উপজেলার প্রায় অধিকাংশ মন্দিরেই চলছে প্রতিমা তৈরির কাজ। একইসঙ্গে মন্দিরের সাজসজ্জা, ধোয়া-মোছা, তোরণ ও প্যান্ডেল নির্মাণের কাজও চলছে অনেক জায়গায়।

বরিশালে এবার ৬শ’ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৫৬২টি এবং মহানগরে ৩৮টি।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর জানান, বরিশাল জেলায় সব থেকে বেশি পূজা অনুষ্ঠিত হবে আগৈলঝাড়ায়।

এ উপজেলাটিতেই ১৪৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া উজিরপুরে ১১১টি, গৌরনদীতে ৮২টি, বাকেরগঞ্জে ৭২টি, বানারীপাড়ায় ৫৮টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, বাবুগঞ্জে ২৩টি, মুলাদীতে ১১টি, হিজলায় ১৪টি এবং বরিশাল সদর উপজেলায় ২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

অপরদিকে বরিশাল মহানগরে সার্বজনীন ৩৩টি মণ্ডপে এবং ৫টি ব্যত্তিগত মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।