ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেট কারাগার থেকে ১৪২ বন্দির মুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
সিলেট কারাগার থেকে ১৪২ বন্দির মুক্তি সিলেট কেন্দ্রীয় কারাগার/ফাইল ফটো

সিলেট: সিলেটে লঘু অপরাধে কারাগারে থাকা ১৪২ বন্দি মুক্তি পেয়েছেন। রোববার (১৬ সেপ্টেম্বর) সিলেটের আদালত থেকে মুক্তি পেয়েছেন তারা।

এই ১৪২ বন্দির মধ্যে মেট্টা আইনে, চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। রোববার তারা আদালতে আত্মপক্ষ সমর্থন করলে প্রত্যেকে জামিনে মুক্তি পান।

তাদের অনেকে মামলা থেকে অব্যাহতিও পেয়েছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, লঘু অপরাধে কারাগারে থাকা হাজতিদের ব্যক্তিজীবনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।  তাদের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। নিজেদের দোষ স্বীকার করে অনেকে জামিন পেয়েছেন। এছাড়া অনেককে মামলা থেকে খালাস দেন আদালতের বিচারক।

তিনি বলেন, নির্দিষ্ট কোনো আদালত এই জামিন ও মামলা থেকে খালাসের আদেশ দেয়নি। প্রত্যেকে আলাদা আদালত থেকে জামিন মঞ্জুর ও খালাসক্রমে মুক্তির নির্দেশনা দেওয়া হয়।  

এখন থেকে এই প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান জেল সুপার।   

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।