ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বিচারপতি আমিরুল কবির চৌধুরী আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ১, ২০১৮
বিচারপতি আমিরুল কবির চৌধুরী আর নেই বিচারপতি আমিরুল কবির চৌধুরী

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আমিরুল কবির চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহে…রাজিউন)। 

মঙ্গলবার (১ মে) সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

তার ভাগিনা আইনজীবী আবিদ চৌধুরী বাংলানিউজকে জানান, মাগরিবের নামাজের সময় তিনি মারা গেছেন।

মঙ্গলবার রাত ১০টায় ধানমন্ডির ঈদগাঁ মাঠে প্রথম জানাজার পর রাতেই চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। বুধবার বাদ জোহর চট্টগ্রামের চাদগাঁও আবাসিক এলাকায় বি ক্লকের মসজিদের দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে সেখানেই।  

বিচারপতি আমিরুল কবির চৌধুরীর তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আইনজীবী এবং এক ছেলে প্রকৌশলী।  

বিচারপতি আমিরুল কবির চৌধুরী ১৯৪০ সালের ২৩ জুন কক্সবাজার জেলার রামু উপজেলার নোনাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম গোলাম কবির চৌধুরী এবং মায়ের নাম গোলনর বেগম চৌধুরী।  

১৯৯৬ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০৪ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০০৭ সালে অবসরের পর বিচারপতি আমিরুল কবির চৌধুরী শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২০০৮ সালে নবগঠিত জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ পান তিনি।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ০১, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।