[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ কার্তিক ১৪২৫, ১৯ অক্টোবর ২০১৮
bangla news

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-২৫ ১১:৫৩:৩০ এএম
রাজশাহী

রাজশাহী

রাজশাহী: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় খালিদ সাইফুল্লাহ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় গোদাগাড়ী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফরিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল্লাহ গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়ি সাগরপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, সাইফুল্লাহ বাবার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। সন্ধ্যায় তিনি মোটরসাইকেল চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় গোদাগাড়ী উপজেলার ফরিদপুর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে বলেও পুলিশ পরিদর্শক আলতাফ। 

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এসএস/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db