ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৪ কারখানাকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৪ কারখানাকে জরিমানা

গাজীপুর: পরিবেশ ও শব্দ দূষণের দায়ে গাজীপুরে চারটি কারখানাকে ১২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

মঙ্গলবার (২৪ এপ্রিল) পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ওই চার কারখানাকে জরিমানা করেন।  

সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা স্থাপন ও পরিচালনা এবং জেনারেটর/ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট দ্বারা শব্দ দূষণের দায়ে ওই চার কারখানাকে এ জরিমানা করা হয়।

কারখানাগুলোর মধ্যে জিএন কটন স্পিনিং মিলস লিমিটেডকে ৪ লাখ ৮ হাজার টাকা, এএ ইয়ার্ন মিলস লিমিটেডকে ২ লাখ ৪৪ হাজার টাকা, এএ কোর্স স্প্যান মিলস লিমিটেডকে ১ লাখ ৯৫ হাজার ২০০ টাকা ও মেট্রোসেম ইস্পাত লিমিটেডকে ৩ লাখ ৫৬ হাজার ৮শ’ টাকাসহ মোট ১২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad