ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দাগনভূঞাঁয় গৃহবধূকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
দাগনভূঞাঁয় গৃহবধূকে গুলি করে হত্যা

ফেনী: ফেনীর দাগনভূঞাঁয় শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে জাহাঙ্গীর নামে স্থানীয় এক ব্যবসায়ী।

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় পূর্বচন্দ্রপুর নয়নপুর ওয়ার্ডের ইউপি সদস্য সফিউল্লাহ স্বপন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতের বোন ফরিদা খাতুনের বরাত দিয়ে সফিউল্লাহ স্বপন জানান, ঘটনার কিছুক্ষণ আগে স্থানীয় ডেকোরেশন ব্যবসায়ী জাহাঙ্গীর তাদের ঘরে ঢুকে পিস্তল দিয়ে শারমিনের কন্ঠনালী বরাবর গুলি করে পালিয়ে যান।  

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দাগনভূঞাঁ থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের স্বজনরা জানান খুনির সঙ্গে নিহতের কোনো ধরনের বিরোধ ছিল না। তবে ঠিক কি কারণে হত্যাকাণ্ডটি হয়েছে তার কারণ জানা যায়নি।  

খুনি জাহাঙ্গীরের অস্ত্রটা অবৈধ। তাকে আটকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad