ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে অপহরণ চক্রের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
নাইক্ষ্যংছড়িতে অপহরণ চক্রের সদস্য আটক

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডাকাতি ও অপহরণ চক্রের সঙ্গে জড়িত শফিউল আলম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালার নন্দাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। শফিউল রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার ঈসমাইলের ছেলে।

নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) আবু মূসা বাংলানিউজকে বলেন, পুলিশ সুপারের নির্দেশে একদিন আগে আটক নুরুল হাকিমের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। শফিউলও গ্রেফতারের সঙ্গে সঙ্গে ১৯ এপ্রিল দৌছড়ি মামা-ভাগিনার ঝিরি এলাকার তামাক চাষী সাইফুলকে অপহরণের দায় স্বীকার করেছেন। এছাড়া বাইশারী ও ঈদগড় অঞ্চলে চিহ্নিত অপহরণকারীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।