ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সাতক্ষীরা: পতাকা বৈঠকের মাধ্যমে আটক তিন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এর কাছে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

তারা হলেন- যশোরের অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামের বায়েজিদ শিকদারের স্ত্রী রেহেনা বেগম (৩৬), রাজবাড়ীর বালিয়াকান্দি থানার চাপলবাঘা গ্রামের বাবলু কুমার ঘোষের ছেলে বিপুল ঘোষ (২৯) ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের ভগিরত মন্ডলের স্ত্রী জোছনা মন্ডল (৩৯)।

কলারোয়ার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক হানিফ বাংলানিউজকে বলেন, তিন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। পরে তারালী বিএসএফ ক্যাম্পের কমান্ডার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানান। এ প্রেক্ষিতে মঙ্গলবার সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শেষে বিএসএফ আটকদের বিজিবির কাছে হস্তান্তর করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক হানিফ হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।