ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে যুবলীগ নেতার দখলে থাকা ৬ একর খাস জমি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
নাটোরে যুবলীগ নেতার দখলে থাকা ৬ একর খাস জমি উদ্ধার

নাটোর: নাটোরে স্থানীয় এক যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের ছেলের দখলে থাকা প্রায় ৬ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানুর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা বড় হরিশপুর এলাকার ওই জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেন।

এসময় তারা নাটোর-ঢাকা মহাসড়ক সংলগ্ন প্রায় ৬ একর আয়তনের জমিটি উদ্ধার করে লাল পতাকা লাগিয়ে দেন।

নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) মো. শামীম ভূঁইয়া এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বড় হরিশপুর ইউপি চেয়ারম্যান ওসমান গণি ভূঁইয়ার ছেলে ইউনিয়ন যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম কালিয়া দীর্ঘদিন ধরে নাটোর-ঢাকা মহাসড়ক সংলগ্ন এই ৫ একর ৮৬ শতাংশ খাস জমি দখলে রেখেছিলেন।

বিষয়টি জানার পর জেলা প্রশাসকের নির্দেশে সেখানে অভিযান চালিয়ে জমিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমিতে আইটি ভিলেজ করার প্রস্তাবনা ছিল।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।