ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভৈরবে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
ভৈরবে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত দুর্ঘটনা কবলিত অটোরিকশা-ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাকের চাপায়  সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদের গাজীরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামের অটোরিকশার চালক সানাউল্লাহ, একই উপজেলার কৈলাগ গ্রামের যাত্রী মাসুদ মিয়া, সজিব মিয়া ও ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের মনোয়ার হোসেন ভূঁইয়া।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার গাজীরটেক এলাকায় একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সানাউল্লাহর মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথেই যাত্রী মাসুদ মিয়া, সজিব মিয়া ও মনোয়ার হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার এতথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।