ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ-মিছিল

কুড়িগ্রাম: কোটা সংস্কার আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চক্রান্তকারীদের দ্বারা মুক্তিযোদ্ধাদের অসম্মান ও কটূক্তির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বিক্ষোভ-মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতার বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।  

মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা কমান্ডের আয়োজনে এ মিছিল-সমাবেশ করা হয়। এতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, মুক্তিযুদ্ধের সংগঠক আকতারুজ্জামান মন্ডল, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আব্দুল বাতেন প্রমুখ।  

অবিলম্বে কোটা সংস্কারের আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি, চক্রান্তকারী ও কটূক্তিকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।